মুক্তাগাছায় কোটি টাকা মূল্যের সরকারি তার উদ্ধার

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৯

আশরাফুল ফরাজী, মুক্তাগাছা প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অভিযান চালিয়ে ব্যক্তি মালিকানাধীন একটি বাংলো বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ সরকারি বিদ্যুতের তার উদ্ধার করেছে পুলিশ।

বিভিন্ন সময় পল্লীবিদ্যুত সমিতি থেকে চুরি যাওয়া সরকারি তার বলে দাবি করেছে পল্লী বিদ্যুৎ সমিতি। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-০১ ও পুলিশ সূত্র জানায়, উপজেলার গাবতলী বাজার এলাকায় স্বপ্নীল বার্ড পার্কের বাংলো বাড়িতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে পল্লীবিদ্যুতের চুরি হওয়া সরকারি তার মজুদ করে বিক্রি হতো বলে অভিযোগ ছিলো। পরে ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মুক্তাগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। এসময় ওই পার্কে অভিযান চালিয়ে তারগুলো জব্দ করা হয়।

জানা যায়, বাংলোর ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১০৪ ড্রাম (যার পরিমান প্রায় এক হাজার কিলোমিটার) তার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত তার দেশের বিভিন্ন পল্লীবিদ্যুৎ সমিতি থেকে চুরি হওয়া দাবি করা হয়। এই তারের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ।

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. মকবুল হোসেন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১০৪ ড্রাম তার উদ্ধার করা হয়। তারগুলোর অনেক অংশই কেটে টুকরো টুকরো করে ফেলা হয়েছে।

তিনি বলেন, এগুলো পল্লীবিদ্যুতের সরকারি তার। বিভিন্ন সমিতি থেকে চুরি যাওয়া তারগুলো সেখানে একত্রিত করে একটি চক্র বিক্রি করতো। উদ্ধারকৃত তার দিয়ে এক হাজার কিলোমিটার বিদ্যুতায়ন করা যেতো এবং এর বাজার মূল্য প্রায় কোটি টাকা বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মোল্লা জানান, বিপুল পরিমাণ তার উদ্ধার করা হয়েছে তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এঘটনায় মামলাসহ আনুসঙ্গিক প্রক্রিয়া চলছে।

মঙ্গলবার (৫ মার্চ) রাতে উপজেলার গাবতলী বাজার এলাকার স্বপ্নীল বার্ড পার্ক নামের বাংলো বাড়ি থেকে এ তার উদ্ধার করা হয়। তবে বাংলো বাড়িটি শওকত জং নামে ঢাকার এক প্রভাবশালী ব্যক্তির বলে জানা গেছে।

/আরএ

Comments