শেষ হলো নির্বাচনী প্রচার-প্রচারণা

প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৮

একুশ ডেস্ক: শেষ হহলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত প্রচারণার সর্বশেষ সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন।

এ সময়ের পরে ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না। সেই হিসেবে আজ সকাল ৮টায় শেষ হলো নির্বাচনী প্রচার কার্যক্রম।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। এরইমধ্যে ব্যালট পেপারসহ নির্বাচন সামগ্রী জেলায় জেলায় পাঠানো হয়েছে। ২৯ ডিসেম্বর ৪০ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে পৌঁছে যাবে সব সামগ্রী।

আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্রবাহিনীর সদস্য ও নির্বাহী ও বিচারিক হাকিম রয়েছে নির্বাচনী এলাকায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশের ৭৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা নির্বাচনী এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

সেক্ষেত্রে আজ শুক্রবার ২৮ ডিসেম্বর সকাল ৮টা থেকে ১ জানুয়ারি বিকাল ৪ টা পর্যন্ত সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা করা যাবে না।

এ বিষয়টি রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা স্থানীয়ভাবে প্রচারের মাধ্যমে প্রার্থী ও দলকে অবহিত করবেন।

/এসএস

Comments