৩০ তারিখের নির্বাচন নিয়ে প্রশ্ন নেই, ২০০৮-এর নির্বাচনেও কোনো প্রশ্ন ছিলো না

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৯

ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ উন্নয়ন চায়। শান্তি চায়। সুন্দরভাবে বাঁচতে চায়। আমরা দেশে এমন পরিস্থিতি সৃষ্টি করতে সক্ষম হয়েছি। তাতে আওয়ামী লীগ জনগণের আস্থা আর বিশ্বাস অর্জন করেছে। এজন্যই আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়।

তিনি বলেন, নির্বাচনের আগেই বিভিন্ন জরিপ বলেছিলো, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে। আমাদেরও বিশ্বাস ছিলো জনগণ আমাদের বারবার চায়। সে বিশ্বাস আমরা বাস্তবে দেখেছি। নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। ২০০৮-এর নির্বাচনেও কোনো প্রশ্ন ছিলো না। এছাড়া জনগণের সেবা করতেই আমরা নির্বাচন করি।

শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

শেখ হাসিনা আরো বলেন,  আমরা ক্ষমতায় আসার আগে দেশে অর্থনৈতিক মন্দা ছিলো। দুর্ভিক্ষের মতো পরিস্থিতি সৃষ্টি করেছিলো বিএনপি-জামায়াত সরকার। এদের অপকর্মে দেশেটি নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিলো। মানুষ শান্তিতে চলাফেরা করতে পারতো না।

চুরি-ডাকাতি বা সন্ত্রাসবাদ এমনকি মাদকের বিস্তার ছিলো দেশে। আয়ের তুলনায় ব্যয় ছিলো বেশি মানুষের। যে কারণে দেশের মানুষ তাদের ক্ষমতাচ্যূত করেছে। তাদের হাতে ক্ষমতা দেওয়া হলে, দেশ লুট করে খাবে- এটা বুঝতে পেরেছে জনগণ।

/আরএ

Comments