একাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনী ট্রাইবুনালে বিএনপির মামলা: হাইকোর্টের বেঞ্চ গঠন, ৬ মাসের মধ্যে নিষ্পত্তির বাধ্যকতা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯ একুশ সংবাদ, বিশেষ প্রতিবেদন: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম নিয়ে নির্বাচনী বিশেষ ট্রাইবুনালে মামলা করেছে বিএনপি ও ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থীরা। এই পর্যন্ত বিএনপি, গণফোরাম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) ৭৪ জন প্রার্থী মামলা করেছেন। গত সোমবার থেকে এ পর্যন্ত মোট ৭৪ জন পরাজিত প্রার্থী নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করলেও হাই কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে ৬৬ জনের তালিকা পাওয়া গেছে। তাদের মধ্যে চারজন গণফোরামের, একজন পিডিপির, বাকি সবাই বিএনপির পরাজিত প্রার্থী। বিএনপির যুড়্ম মহাসিচব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, এই মামলা সংখ্যা আরো বাড়তে পারে। এসব নির্বাচনী মামলায় প্রধান বিবাদী করা হয়েছে আওয়ামী লীগ জোটের বিজয়ী প্রার্থীদের। পাশাপাশি নির্বাচন কমিশনকেও অভিযুক্ত করা হয়েছে এসব মামলায়। আবেদনকারী নিজের নির্বাচনী আসনের অন্য প্রার্থীদের বিবাদী করে তাদের প্রতি নোটিস জারির পাশাপাশি সাক্ষীদের তলবের আরজি জানিয়েছেন। সেই সঙ্গে নিজ নিজ নির্বাচনী আসনের বিজয়ী প্রার্থীদের সংসদ সদস্য পদ এবং ওই সংসদীয় আসনের নির্বাচন বাতিলের আবেদন করেছেন তারা। বিএনপির বক্তব্য: এ বিষয়ে রিজভী বলেন, একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক সংগ্রামের যে ধাপগুলো, এর সবগুলোই আমরা দেখতে চাই। এই মামলাও সেই সংগ্রামের একটা অংশ। তিনি আরো বলেন, শেষ ভরসা হিসেবে উচ্চতর আদালতে গিয়ে আমরা দেখতে চাই, এখান থেকে আমরা কি ধরনের প্রতিকার পাই। আওয়ামী লীগের প্রতিক্রিয়া: তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে আগেই নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো নাকচ করে দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের একাধিক মন্ত্রী বলেছেন যে নিজেদের ভুলের কারণেই বিএনপি নির্বাচনে পরাজিত হয়েছে। নির্বাচনে যে অল্প সংখ্যক অনিয়মের অভিযোগ ছিলো, সেগুলোর বিষয়ে নির্বাচন কমিশন দ্রুতই ব্যবস্থা নিয়েছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া: বিএনপি’র দায়ের করা মামলাগুলোর প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দিন আহমদ বলেছেন, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি আদালতে মামলা করতে পারেন। মহামান্য হাইকোর্ট যদি কোন বিষয়ে আমাদের জবাব দিতে বলেন, তাদের আর্জির ভিত্তিতে আমরা জবাবটা দিয়ে দেবো। ৩০শে ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, তাদের তথ্য-প্রমাণ থাকুক। আমাদেরও তথ্য-প্রমাণ আছে। নিষ্পত্তির সময় বাধ্যকতা আছে কি? সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতা বিএনপিপন্থি আইনজীবি জয়নুল আবেদীন বলেন, মূলত ইলেকশনে যে করাপশন হয়েছে সেগুলো চ্যালেঞ্জ করে এবং নির্বাচন বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। আজকে পর্যন্ত অর্ধশতাধিক প্রার্থী আবেদন করেছেন। আগামীকাল ৪৫ দিন শেষ হচ্ছে। কিন্তু শুক্রবার বন্ধের দিন হওয়ায় রোববারও আমরা আবেদনের সুযোগ পাব। নির্বাচন সংক্রান্ত এসব আবেদন নিষ্পত্তি করতে সময়ের কোনো বাধ্যবাধকতা আছে কিনা জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, বলা আছে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। হাইকোর্টের বেঞ্চ গঠন: একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অভিযোগের শুনানি হবে হাইকোর্টের ছয়টি একক বেঞ্চে। প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করে দিয়েছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান। বিচারপতি সৌমেন্দ্র সরকার, বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি মো. খসরুজ্জামান, বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি কাশেফা হোসেন এই ছয় বেঞ্চের দায়িত্বে রয়েছেন। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: