বাঘারপাড়ায় তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০১৯

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় খুশী খাতুন (২১) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১২ টার দিকে শেখেরবাতান গ্রামের মাহাফুজের আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। খুশী উপজেলার শেখেরবাতান গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে।

খুশীর ভাবি রেহেনা খাতুন জানান, খুশী মানসিক সমস্যায় ভুগছিলো। এর আগেও দুই বার আত্মহত্যার চেষ্টা করেছিল। প্রতিদিনের মতো শনিবার রাতে খাবার খেয়ে সে ঘুমাতে যায়। রাত সাড়ে ১১ টার দিকে তার ঘরের দরজা খোলা থাকায় খোজাখুজির পর রাত ১২ টার দিকে জানতে পারি ওড়না পেঁচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। এসময় বাঘারপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে।

বাঘারপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে পরিবারের সম্পতি থাকায় ময়না তদন্ত ছাড়ায় দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

Comments