ঢামেকের ডেঙ্গু পরীক্ষায় ‘বেওয়ারিশ’ রিপোর্ট!

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০১৯

নিউজ ডেস্ক

২২ মাস বয়সী আমরীন। চার-পাঁচদিন ধরে জ্বরে ভোগা এই শিশুর ডেঙ্গু জ্বর হয়েছে কি-না, তা নিশ্চিত হতে আইজিএম, আইজিজি পরীক্ষা করতে দেয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।

গতকাল রোববার (১৮ আগস্ট) পরীক্ষা করতে দেয়া হয় এবং তার রিপোর্ট (প্রতিবেদন) আনতে আজ সোমবার ঢামেকের ডেঙ্গু সেলে যায় তার পরিবার। আইজিএম ও আইজিজি পরীক্ষা দিলেও ডেঙ্গু সেল থেকে তাদের দেয়া হয় এনএস-১ পরীক্ষার প্রতিবেদন!

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা কমেছে। আশা করছি, এ সংখ্যা আর বাড়বে না- স্বাস্থ্য অধিদফতর থেকে এমন আশাবাদ ব্যক্ত করা হলেও আতঙ্ক যেন কমছে না। ঢামেকের ডেঙ্গু সেল থেকে ওলটপালট প্রতিবেদন দেয়ায় রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক যেন আরও বাড়িয়ে দিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে এমন ওলটপালট প্রতিবেদন দেয়া হয় ঢামেক থেকে। শুধু তাই নয়, রোগীর নাম, বয়স, লিঙ্গ, তারিখ– কোনো কিছুই উল্লেখ নেই ডেঙ্গু পরীক্ষার এ প্রতিবেদনে।

ডেঙ্গু রোগী চিহ্নিত করার পরিচয়হীন এই প্রতিবেদনে সই করেছেন ঢামেক হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট ও ক্লিনিক্যাল প্যাথলোজিস্ট।

Comments