একুশ নিউজ’র নতুন ওয়েব ভার্সন উন্মুক্ত

প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮

একুশ নিউজ ডেস্ক: বিজয়ের মাসে মহান বিজয় দিবসে নতুন করে পথচলা শুরু হলো জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘একুশনিউজ টোয়েন্টিফোর ডটকম’র।

রোববার ১৬ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় দৃষ্টিনন্দন ডিজাইন এবং পাঠকের পছন্দের সব ক্যাটাগরি নিয়ে নতুনভাবে, নতুন রুপে একুশ নিউজের ওয়েব ভার্সন উন্মুক্ত করা হয়।

জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, সারাদেশ, নির্বাচন, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইল, শিক্ষাঙ্গন,  সাহিত্য, ফিচার, ভ্রমণ, প্রবাস, ইসলাম, উপসম্পাদকীয়, আইন-পরামর্শ, কিডস এন্ড মমস্, স্বাস্থ্য, সোস্যালমিডিয়া, পাঠক প্রতিক্রিয়া, বিশেষ প্রতিবেদন, অপরাধ, বিজ্ঞান প্রযুক্তি সহ রয়েছে প্রয়োজনীয় সব ক্যাটাগরি।

২০১৭ সালের একুশ ফেব্রুয়ারি ‘একুশে বাংলার রুপ’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে একুশনিউজ টোয়েন্টিফোর ডটকম।

পরিচ্ছন্ন, নির্ভরযোগ্য ও সঠিক নিউজ কভার করে অল্প সময়ের মধ্যেই মানুষের গ্রহণযোগ্যতা অর্জন করে একুশ নিউজ২৪ডটকম।

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বজুড়ে বাংলা ভাষার গৌরব গাঁথা ইতিহাস স্মরণ করা হয়। সেদিকে লক্ষ্য রেখে বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষি মানুষের মাঝে বাংলাকে ছড়িয়ে দিতে প্রথমিকভাবে ‘একুশের চেতনায় বিশ্বজুড়ে বাংলা‘ শ্লোগান নেয়া হয়। পরবর্তীতে একুশেবাংলার রুপ শ্লোগানে পোর্টালটির পথচলা শুরু হয়।

ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন সর্বপোরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা লালনকারী একঝাঁক তরুণ সংবাদ কর্মী ও প্রবিণ সাংবাদিকদের নির্দেশনায় একুশ নিউজের পথচলা।

দেশের সংবাদ, জাতির সংবাদ, বাংলা ভাষাভাষি মানুষের মনের কথা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বিশ্বব্যাপী পৌঁছে দেয়াই একুশ নিউজের লক্ষ্য। সেই লক্ষ্যপথে নির্বঘ্ন পথা চলার নতুন প্রয়াস বিজয় দিবসে পোর্টালের নতুন ওয়েব ভার্সন উন্মুক্ত করা।

/আরএ

Comments