স্বর্ণের দাম বাড়ার নেপথ্যে ‘অধিক মুনাফার প্রবৃত্তি’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ নিউজ ডেস্ক স্বর্ণের বাজারকে যখন নীতিমালার আওতায় আনার চেষ্টা করছে সরকার, তখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। গত দেড় মাসে স্বর্ণের দাম পাঁচবারে ভরিতে প্রায় ৬ হাজার টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা। তবে বিশ্লেষকরা বলছেন, এটা তাদের বেশি লাভের প্রবণতার ফল। স্বর্ণের বাজার এখনও সরকারের নিয়ন্ত্রেণের বাইের। দেশে কি পরিমাণ স্বর্ণ রয়েছে তার হিসাবও নেই। অভিযোগ রয়েছে, দেশে যে পরিমাণ স্বর্ণের কেনাবেচা হয় তার অন্তত ৮০ ভাগই আসে চোরাই পথে, যা থেকে সরকার কোন শুল্ক পায় না। মার্চে স্বর্ণ আমদানির নিয়ম রেখে চূড়ান্ত করা হয় নীতিমালা। এরই মধ্যে আমদানির জন্য ডিলার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। আমদানি শুরুর আগে বাজারে স্বর্ণের সরবরাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে নিলামে স্বর্ণ বিক্রির কথা থাকলেও, তা চালু হয়নি। বছরের শুরুতে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ছিল ৪৮ হাজার ৯৮৮ টাকা, এখন দাম ৫৬ হাজার ৮৬২ টাকা। গত সাড়ে সাত মাসে আট দফা স্বর্ণের দাম বেড়েছে। এরই মধ্যে ছাড়িয়ে গেছে গত সাত বছরের সর্বোচ্চ দরের রেকর্ড। ব্যবসায়ীরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। ফলে দাম বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ব্যবসায়ীদের এই যুক্তি মানতে পারছেন না অর্থনীতিবিদিরা। স্বর্ণের বাজারে সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি আমদানি প্রক্রিয়া দ্রুত চালুর পরামর্শ বিশ্লেষকদের। Comments SHARES জাতীয় বিষয়: