আজও দেরিতে ছাড়ছে ৩ ট্রেন, যাত্রীদের ক্ষোভ

প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জুন ৩, ২০১৯

নিজস্ব প্রতিনিধি : ঈদযাত্রার চতুর্থ দিনেও দেরিতে ছাড়ছে অনেক ট্রেন। সোমবার সুন্দরবন, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস দেরিতে ছাড়ছে।

কমলাপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, আজ খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সোয়া ৬টায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি ছেড়েছে সোয়া ৮টায়।

চিলাহাটীগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টা ৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেয়া হয়েছে বেলা সাড়ে ১১টায়।

এ ছাড়া রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখনও কমলাপুরে পৌঁছায়নি। এ ট্রেন ছাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে সকাল সোয়া ১০টায়।

তবে সকাল ৯টা পর্যন্ত মোটামুটি শিডিউল মেনেই ছেড়েছে সব কটি ট্রেন।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, শিডিউল মেনেই সময়মতো ছাড়ছে ট্রেন। এটা রেলওয়ের বড় একটি অর্জন। দু-একটি ট্রেন দেরি করছে, সেগুলো যাতে বেশি দেরি না হয়, আমরা কাজ করছি।

এসকে/

Comments