এদেশে জঙ্গি সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৯

রেজুয়ান খান রিকন: গাইবান্ধার ফুলছড়িতে মাদকবিরোধী সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে কোন দস্যু, জঙ্গি ও সন্ত্রাসীদের ঠাঁই এদেশে হবে না। যারা (যুব সমাজ) দেশের নেতৃত্ব দিবে তাদেরকে ধ্বংস করছে মাদক। আমরা এটা কখনও হতে দেব না। মাদক ব্যবসায়ীদের হুশিয়ারি দিয়ে বলেন ভাল হয়ে যান, নইলে খুব শীগ্রই আপনাদের চরম পরিণতি ভোগ করতে হবে।

আজ রবিবার (২৪ মার্চ) ফুলছড়ি উপজেলার নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এসব কথা বলেন। মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা আত্মসমর্পন করেছেন তাদেরকে আমরা সব ধরণের সহযোগিতা করব। আপনাদের নামে যেসব মামলা আছে জেলা প্রশাসকগণ সেসব মামলা সহজে মীমাংসার ব্যবস্থা করবেন। তবে হত্যা ও ধর্ষণের সাথে জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে।

গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া, গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী। সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিপিএম, গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন, নব-নির্বাচিত ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির প্রমুখ।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফুলছড়ি উপজেলা সদর কালিরবাজারে থানার নতুন ভবন উদ্বোধন করেন এবং পুরাতন থানা এলাকায় একটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকিলে গাইবান্ধা পুলিশ লাইনস্-এ জেলা পুলিশের বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিআইজে/

Comments