দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে শীর্ষ পাঁচে বাংলাদেশ: বিশ্বব্যাংক

প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৯

ডেস্ক: বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পাঁচটি অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম বলে জানিয়েছে বিশ্বব্যাংক। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ে বাংলাদেশের অর্থনীতির আপডেড প্রকাশকালে বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন এ তথ্য জানান।

চলতি ২০১৮-১৯ অর্থবছর শেষে ৭ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলেও উল্লেখ করেছে বিশ্বব্যাংক। যদিও সরকার বলছে ৮ দশমিক ২৫ শতাংশ।

এই উন্নয়ন সম্ভব হয়েছে উৎপাদন, নির্মাণ ও শস্যের ভালো ফলনের কারণে, সঙ্গে ব্যক্তিখাতে খরচ, রেমিটেন্স এবং গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নেরও প্রভাব রয়েছে।

এদিকে, এডিবি বলছে ৮ শতাংশ। কিন্তু ব্যক্তি খাতের উচ্চ বিনিয়োগ ছাড়া আর উচ্চ কর্মসংস্থান ছাড়া টেকসই প্রবৃদ্ধি সম্ভব নয়। আমরা সেই টেকসই প্রবৃদ্ধির কথাই বলছি। কিন্তু খেলাপি ঋণ, আর আর্থিক খাতের অনিয়মে টেকসই উন্নয়ন পিছিয়ে পড়ছে।

/আরএ

Comments