অন্য বাহিনী ব্যর্থ হলে সেনাবাহিনী ‘ট্যাকল’ দেবে: ইসি শাহাদাত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮ একুশ নিউজ: আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। ইসি শাহাদাত বলেন, নির্বাচনে উদ্বেগের কোনো কারণ দেখছি না। নির্বাচনে কোনো ঘটনা সামলাতে অন্য বাহিনী ব্যর্থ হলে সেনাবাহিনী ‘ট্যাকল’ দেবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। শাহাদাত হোসেন চৌধুরী আরো বলেন, এবারের নির্বাচনে প্রার্থী বেশি, তাই কিছু উত্তেজনা রয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি দাবি করেন। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী