সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা অসম্ভব: কমিশনার রফিকুল

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

শামীম রেজা ডাফরুল, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): সবার জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা নির্বাচন কমিশনের পক্ষে প্রায় অসম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

তিনি বলেন, সারা দেশে নির্বাচনী প্রচার কাজে যে বিচ্ছিন্ন হামলার কথা বলা হচ্ছে এ বিষয়ে যদি কেউ নির্বাচন কমিশনে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।

বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন।

গাইবান্ধা জেলা প্রশাসক সেবাষ্টিন রেমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন
আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বি এস ব্রজেন্দ্র নাথ রায় প্রমুখ।

/এসএস

Comments