ভূমিকম্প

৪.২ মাত্রার ভূমিকম্প, এ নিয়ে চলতি মাসে তৃতীয়বার

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩

নিউজ ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ৪ দশমিক ২ বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রোববার (আজ ১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৯ মিনিটে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৫৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণাগারের কর্মকর্তা রোবায়েত কবীর।

রোবায়েত কবীর বলেন, টাঙ্গাইলের ঠিক কোন এলাকায় এটির উৎপত্তিস্থল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এর মাত্রা ৪ দশমিক ২।

এ নিয়ে এ মাসে তিনবার দেশে ভূমিকম্প অনুভূত হলো। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, এর আগে গত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সিলেট এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারত–মিয়ানমার সীমান্ত। এ ছাড়া ৯ সেপ্টেম্বর আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের কাছাড় এলাকা।

এছাড়া গত আগস্ট মাসে দুই দফায় বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়ে ফারজানা সুলতানা বলেন, এর মধ্যে একটি অনুভূত হয় ২৯ আগস্ট। এর উৎপত্তিস্থল ছিল সিলেট। এর আগে ১৪ আগস্ট আরেকবার ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী সিলেটের কানাইঘাট।

/এমবিনূর/একুশনিউজ/

Comments