ছাত্রলীগের তৎপরতা জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে: ডাকসু ভিপি

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের তৎপরতা জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র পরিষদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বুধবার (২৯ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বগুড়ায় তার ওপর হামলার প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নুর।

সংবাদ সম্মেলনে নুর বলেন, ছাত্রলীগের কার্যক্রম সম্প্রতি জঙ্গি হামলার সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে। পবিত্র রমজানে ইফতারে হামলা করে তারা একটি সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পয়লা বৈশাখের কনসার্টে তারা আগুন লাগিয়ে দেয়। ছাত্রলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠন বঙ্গবন্ধুর আদর্শ থেকে সরে যাচ্ছে। তাদের তৎপরতা জঙ্গি কার্যক্রমের দিকে ধাবিত হচ্ছে।

এসময় বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় তার ওপর হামলার বিস্তারিত তুলে ধরেন নুর। এ হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, তারা পরিকল্পিতভাবে হামলা করেছে। ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর পরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশে ছাত্রলীগ দিয়ে হামলা করানো হচ্ছে।

এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক ফারুক হোসেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আকতার হোসেন উপস্থিত ছিলেন।

এসকে/

Comments