সাংবাদিক আতাউস সামাদ ট্রাস্ট সম্মাননা পেলেন আবদুল গাফ্ফার

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট ফান্ডের আজীবন সম্মাননা, স্মারক বক্তৃতা ও শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, সাহিত্যিক, ভাষাসংগ্রামী আবদুল গাফ্ফার চৌধুরীকে ।

অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী সহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগর শিক্ষকগণ।

অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী সহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগর শিক্ষকগণ।

অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী সহ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগর শিক্ষকগণ।

মূলত কলামিস্ট হলেও আবদুল গাফ্ফার চৌধুরী তাঁর কালজয়ী গান “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ” এর জন্যই সবচেয়ে বেশি পরিচিত। তাঁর এই গানটি শুনেননি এমন বাংলাভাষী খুঁজে পাওয়া দুষ্কর। মাত্র ১৮ বছর বয়সেই আবদুল গাফ্ফার চৌধুরী সৃষ্টি করেছিলেন তার এই অসামান্য কীর্তি।

আলতাফ মাহমুদের সুরে ভাষা আন্দোলনের এই গান এখন সবার মুখে মুখে। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে ছাত্রদের উপর পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচারে হামলায় শহীদ হন সালাম-রফিক-জব্বার। হাসপাতালে ভাষা শহীদদের লাশ দেখেই তিনি এ গান লিখেছিলেন।

অসুস্থতাজনিত কারনে অনুষ্ঠানে উপস্থিত না হতে পারলেও লন্ডন থেকে মোবাইল ফোনে সংযুক্ত হন আবদুল গাফ্ফার চৌধুরী। ব্যক্ত করেন নিজের অনুভূতি, কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকদের প্রতি।

তাঁর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ফিচার সম্পাদক আলী হাবিব।

অনুষ্ঠানে স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক গোলাম রহমান। বক্তৃতার বিষয় ছিল সংবাদপত্রে ‘কলাম: তাৎপর্য ও শৈলী।’

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, সমকালীন প্রেক্ষাপটে যা আমরা বলতে পারি না, তাঁর লেখায় তা তিনি (আব্দুল গাফ্ফার চৌধুরী) বলেন। আর তাঁর কথার উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়ে তারপর অনেকে বলে।

অনুষ্ঠানের শেষে বি এস এস(সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য বৃত্তি প্রদান করা হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঁচ শিক্ষার্থীকে।

/সিএইচ

Comments