ঢাবিতে চলচ্চিত্রকার খসরুকে শেষ শ্রদ্ধা

প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৯

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব চলচ্চিত্রকার মুহম্মদ খসরুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শেষ শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্রের নবীব-প্রবীণ চলচ্চিত্র কর্মীসহ সর্বস্তরের মানুষ।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা প্রাঙ্গণে নিয়ে আসা হয় মুহম্মদ খসরুর মরদেহ। এ সময় মুহম্মদ খসরুর মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ফিল্ম সোসাইটি, শর্টফিল্ম ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদসহ দেশের বিভিন্ন চলচ্চিত্র সংগঠন।

এছাড়া মুহম্মদ খসরুকে বিদায় জানাতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহম্মদ সামাদ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শংকর সাঁওজাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির আলমগীর, ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মারুফা আক্তার পপি, সুলতানা কামাল, মুফিদুল হকসহ দেশের তরুণ নির্মাতারা।

চলচ্চিত্রকার মুহম্মদ খসরুর মরদেহে শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, সম্পাদক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যে আন্দোলন করেছেন দেশে সেটা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসান মাহমুদ।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, তার অনেক ভক্ত থাকা সত্ত্বেও তিনি নিঃসঙ্গ থাকতেন। বাংলাদেশ আমলে চলচ্চিত্রের যে নতুন ধারা রচিত হয়েছে তার নেপথ্যে ছিলেন তিনি। আমাদের নাট্য আন্দোলনের পেছনে তার পরোক্ষ ভূমিকা আছে।

পরে দুপুর ১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চলচ্চিত্রকার মুহম্মদ খসরু।

মুহম্মদ খসরু বাংলা চলচ্চিত্রের অন্যতম পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’ এর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতাও তিনি। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ খসরু সহকারী পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্মিক ঘটকের অনবদ্য ও বিশ্লেষণধর্মী একটি সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন ৭০’ দশকের প্রথমার্ধে, যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। এরপরই সুধিমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। পরে এই সাক্ষাৎকারটি উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় পুনর্মুদ্রণ হয়েছে।

/আইকে

Comments