নিরাপত্তার চাদরে ঢাকা রাজধানী; জানালেন ডিএমপি কমিশনার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮ একুশ নিউজ: রাজধানী ঢাকা নিরাপত্তার চাদরে ‘ঢাকা’ রয়েছে জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, নির্বাচনে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। তবে নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ডিএমপি কমিশনার বলেন, গোটা নগরী নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারেন এবং ভোট দিয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারেন তার ব্যবস্থা করেছি আমরা। শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। ডিএমপি কশিশানার সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনো বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাকে কঠোর হস্তে দমন করা হবে। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: