বরিশালে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, এক কিশোর গ্রেফতার

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৯

একুশ ডেস্ক: বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী মহল্লায় বাকপ্রতিবন্ধী এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ( ৩০ মার্চ) রাতে ওই তরুণীর মায়ের দায়ের করা মামলায় অভিযুক্ত আল-আমিনকে টরকী বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গৌরনদী মডেল থানা সূত্রে জানা যায়, ওই মহল্লার জামাল মাঝির ছেলে আল-আমীন মাঝি (১৬) গত শুক্রবার সন্ধ্যায় তাদের নির্জন বাড়িতে ডেকে নিয়ে বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে ধর্ষণ করে। ওই তরুণী বিষয়টি তার পরিবারের লোকজনদের জানায়।

এ ঘটনায় তার মা অভিযুক্ত আল-আমীন মাঝিকে আসামি করে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন আইনে একটি মামলা দায়ের করেন।

শনিবার ধর্ষিতাকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত কিশোরকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান।

এফএফ

Comments