বিকেলে সিদ্ধান্ত ‘ঢাকা উত্তর সিটি নির্বাচন’র: সিইসি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯ ডেস্ক: আজ বিকেলে ঢাকা উত্তর নিটি কর্পোরেশনের মেয়র পদের নির্বাচনে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নূরুল হুদ। আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের এ কথা জানান সিইসি নুরুল হুদ। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বুধবার আদলতের এক আদেশে ডিএনসিসি নির্বাচনের বাধা দূর হয়। ওইদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপনির্বাচনে স্থগিতাদেশ এবং রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে উত্তর সিটিতে মেয়র পদে উপনির্বাচনে এখন আর কোনা বাধা নেই। এর আগে, গত বছরের ৯ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়রের শূন্যপদে উপনির্বাচন ও সম্প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে পৃথক দুটি রিট করেন দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। পরে ১৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেন। এছাড়া এ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কেন ‘আইনগত কর্তৃত্ব বহির্ভূত’ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছিলো সে সময়। /এসএস Comments SHARES জাতীয় বিষয়: