ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন ২৭-২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

একুশে ডেস্ক: ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী ২০১৯-২০ মেয়াদ নির্বাচন ২৭ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মাঝ খানে ১ ঘণ্টা বিরতি থাকবে। একই ভাবে বৃহস্পতিবারও ভোটগ্রহণ চলবে।

ঢাকা বারের নির্বাচন কমিশন কর্তৃক জানা যায়, এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সাদা প্যানেল’ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের ব্যানারে ‘নীল প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২৭টি পদের বিপরীতে ৫৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ঢাকা আইনজীবী সমিতিতে মোট ২৪ হাজার ৬৮৪ জন সদস্যের মধ্যে ১৭ হাজার ৮৯৭ জন ভোটার ভোটাধিকার দেওয়ার সুযোগ থাকবে বলে জানা যায়।

এদিকে ঢাকা আইনজীবী সমিতির ২০১৮-১৯ কার্যবর্ষের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হন। অপরদিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলে সভাপতি পদসহ ১৩ পদে জয়ী হন।

/এফএফ

Comments