মণিরামপুরে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯

বিল্লাল হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের মণিরামপুরে কুখ্যাত ডাকাত নজরুল ইসলাম ওরফে নজু (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে রামপুর-সাহাপুর জামতলার মাঠ থেকে তার মৃতদেহটি উদ্ধার হয়। নজু কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের হোসেন সাপুড়িয়ার ছেলে।

মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। বেলা ১২টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে দুপুরে নিহতের পিতা ছেলের লাশ শনাক্ত করেন।

ওসি আরও বলেন, রাজগঞ্জের সাহাপুর ও পার্শ্ববর্তী জামতলা এলাকায় প্রায় ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে ডাকাতির সময় দুই দল ডাকাতের মধ্যেকার গোলাগুলিতে নিহত হয় নজরুল।

ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে।

কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজেদ হোসেন জানান, নজু কুখ্যাত ডাকাত ছিলো। চার বছর আগে সে এলাকা থেকে আত্মগোপন করে। সকালে জানতে পারি নজু গোলাগোলিতে নিহত হয়েছে।

/সিএইচ

Comments