ঘূর্ণিঝড় ‘ফণী’ ঝড়ের সময় করণীয় জরুরী পরামর্শ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২, ২০১৯ একুশ ডেস্ক: বঙ্গোপসাগরে ক্রমেই শক্তিশালী হয়ে উপকুলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড়ের ফলে ঘর-বাড়ি, রাস্তা-ঘাট ও ফসলাদির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। প্রাণহানির ঘটনাও ঘটে। তবে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করলে কিছু কিছু ক্ষেত্রে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব। ঘূর্ণিঝেড়ের মতো পরিস্থিতিতে যে কেউ ঘাবড়ে যাওয়াটা অস্বাভাবিক নয়। তবে এ সময় মাথা ঠাণ্ডা রেখে কিছু বিষয়ে নজর দিলে অনেক বড় দুর্ঘটনা বা বিপদ এড়ানো যায়। ঘূর্ণিঝড় ফণীর গতিবেগ চার্ট ঘূর্ণিঝড়ের মতো বিপদে পড়ে গেলে কী করবেন, সে বিষয়ে জরুরি কিছু পরামর্শ জেনে নিন। বাড়ির আশপাশে বড় গাছের শুকিয়ে যাওয়া ডাল থাকলে আগেভাগেই তা কেটে ফেলুন। ঝড় শুরু হয়ে গেলে যা করবেন:- ঝড় উঠে আসার সময় অত্যধিক পুরনো দালানের পাশে দাঁড়ানো যাবে না। মজবুত দেয়াল পেলে তার আড়ালে লুকানোর চেষ্টা করবেন। যদি ঝড়ের সময় কোনো রাস্তায় অবস্থান করেন ও লুকানোর জায়গা না পান, তবে যেদিক থেকে ঝড় আসছে ওদিকে মুখ করে ঝুঁকে যাবেন। ঝড় উঠে আসার সময় অত্যধিক পুরনো দালানের পাশে দাঁড়ানো যাবে না। মজবুত দেয়াল পেলে তার আড়ালে লুকানোর চেষ্টা করবেন। জোরে বাতাস বয়ে গেলে উড়ে যেতে পারে এমন বস্তু খোলা জায়গা থেকে সরিয়ে ফেলুন। যেমন আলগা হয়ে যাওয়া টিন, ময়লার বাক্স, সাইনবোর্ড ইত্যাদি। কারণ দমকা হাওয়ায় এসব উড়ে গিয়ে কোনো বিপদ ঘটাতে পারে। শোবারঘর, রান্নাঘর, টয়লেটসহ জরুরি কোনো স্থাপনা মেরামতের প্রয়োজন হলে আগেই সেটি করিয়ে নিন। ঝড় শুরু হয়ে গেলে ঘরের ভেতর বিমের নিচের জায়গাটা বেছে নিন। বিদ্যুতের লাইনে কোনো সমস্যা থাকলে তা সারিয়ে ফেলুন। বাড়ির ওপর বিদ্যুতের লাইন থাকলে সরিয়ে ফেলুন। মোবাইল, চার্জারলাইট, পাওয়ারব্যাংক অলটাইম ফুল চার্জ করে রাখুন। ঝড়ে একবার বিদ্যুৎ চলে গেলে বেশ কয়েকদিন বিদ্যুৎ সরবাসরবারাহ বন্ধ থাকবে এটা প্রায় নিশ্চিত। হাতের সামনে কাঠের বোর্ড রাখুন। কাঠ বিদ্যুৎ অপরিবাহী। হ্যারিকেন, মম ও টর্চ হাতের কাছে রাখুন। কারণ, যেকোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে। ঘূর্ণিঝড়ে ঘরের চালা উড়ে গেলে খাটের নিচে অবস্থান নিন। বাড়িতে খাবার মজুদ করে রাখুন। বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়- এমন নষ্ট না হয় শুকনো খাবার। সব পাত্রে পানীয় জল ভরে রাখুন। প্রয়োজনীয় ওষুধ মজুদ ঘরে রাখুন। ঝড়ের সময় বাড়িতেই থাকার চেষ্টা করুন। বাড়ির এমন এক জায়গা বেছে নিন, যেখানে নির্ভয়ে থাকতে পারবেন। ঝড়ের সময় শিশুদের শক্ত করে ধরে রাখবেন। তারা ভয় পেয়ে যেতে পারে। সাইক্লোন অ্যালার্ট জারি হলে অন্তত ২৪ ঘণ্টা আগে থেকে সতর্ক থাকুন । কাঁচের জানালা থাকলে আগে থেকে তাতে শক্ত করে বোর্ডজাতীয় কিছু ঝুলিয়ে দিন। না হলে জানালা ক্ষতিগ্রস্ত হতে পারে। আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। মাথা ঠাণ্ডা রেখে যা করার করতে হবে। পরিস্থিতির ওপর নজর রাখুন। কোনো প্রকার গুজবে কান দেবেন না। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: