চুরির আতংক, উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে বালিয়াডাঙ্গীতে

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিদিন চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। একের পর এক। কোনোভাবেই চুরি ঠেকাতে পারছে না প্রশাসন ৷ চুরির ঘটনায় সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

গত দেড় মাসে উপজেলায় চুরির ঘটনা ঘটেছে ১৯ টি। চুরি যাওয়া মালামাল উদ্ধারের নেই কোনো উদ্যোগ। এদিকে চুরি ঠেকাতে পুলিশ জোর তৎপর রয়েছে বলে তাদের দাবি। চুরির আতংক, উদ্বেগ, উৎকন্ঠা বিরাজ করছে পুরো উপজেলায়।

জানা যায়, গত দুই দিনে উপজেলার বিভিন্ন স্থানে ২টি ভয়াবহ চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারের সমির উদ্দীন কলেজ পাড়ার মুনসেব আলী জানান, গত সোমবার (১ এপ্রিল) রাতে আমার বাসার আলমিরা ভেঙ্গে ৫ ভরি স্বর্নালঙ্কার ও নগদ লক্ষাধিক টাকা চুরি হয়।

লাহিড়ী বাজার সংলগ্ন গয়া মেম্বারের ছেলে পুষ্প কুমারের বাসার গ্রিলের তালা ভেঙ্গে রুম থেকে ১টি হিরো মোটরসাইকেল ও নগদ টাকা চুরি হয়েছে। বালিয়াডাঙ্গী ইক্ষু সেন্টার পাড়ার হামিদুর রহমানের বাসার দরজার তালা ভেঙ্গে গত ফেব্রুয়ারি মাসে রাত সাড়ে ৯ টায় নগদ ৩ লক্ষাধিক টাকা চুরি হয়।

আব্দুর রশিদ মাষ্টার বলেন, এলাকায় জুয়া,লটারী ও হাউজি খেলা চলায় এসব চুরি হচ্ছে ৷ যখন তাদের কাছে টাকা থাকেনা তখন তারা চুরি করছে ৷ তাই এমন অপরাধ ঠেকাতে এলাকায় সকল জুয়া খেলা বন্ধ করতে হবে ৷

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাবেরুল হক জানান, আমরা চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। অভিযান চালিয়ে রাতে দুইজন চোরকে আটক করেছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারের ব্যাপারে কোন জানা যায়নি।

/আরএ

Comments