পদ খালি হওয়ার আড়াই বছর পর নতুন ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯

ইমরান হোসাইন: ম্যাজিস্ট্রেট না থাকায় দীর্ঘদিন কোনো অভিযান পরিচালনা করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। ম্যাজিস্ট্রেটের পদ খালি হওয়ার প্রায় আড়াই বছর পর নিয়োগ দেওয়া হল ম্যাজিস্ট্রেট।

এরই মধ্যে বেআইনি ভবন নির্মাণ প্রতিরোধে কয়েকটি অভিযানও পরিচালনা করা হয়েছে। নিয়মিত এসব অভিযানের চেয়ে এবার সিডিএ রাস্তা, খাল ও নালা দখলমুক্ত করার দিকে বেশি জোর দিচ্ছে। জলাবদ্ধতা নিরসনে রাস্তা, খাল ও নালা দখলমুক্ত করার দিকে নজর রাখছে সংস্থাটি।

নগরকে পরিকল্পিতভাবে সাজানোর জন্য নানা উদ্যোগও নিয়েছে সংস্থাটি। যুগের পরিক্রমায় মাস্টারপ্ল্যান থেকে শুরু করে নানা পরিকল্পনা আছে তাদের। কিন্তু এরপরও নগরায়ণে নানা বাধা আসছে একের পর এক।

যার যেমন ইচ্ছে তেমন স্থাপনা গড়ে তোলা থেকে শুরু করে খাল, নালা ও রাস্তা পর্যন্ত দখলে নিয়েছে অনেকে। অনুমোদন না নিয়েই বহুতল ভবন করা হয়েছে। আবার অনুমোদন নেওয়া হলেও অনুমোদনের বাইরে সংযোজন বা বিয়োজন করা হয়েছে। আইনের বাধ্যবাদকতা থাকার পরও এমন বেআইনি কাজ ঠেকাতে ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নেয় সিডিএ।

বিভিন্ন অভিযানের মাধ্যমে এসব অবৈধ কাজ বন্ধ যেমন করা হয়, তেমনি আর্থিক জরিমানাও করা হয় অনেক সময়। তবে ম্যাজিস্ট্রেট না থাকায় দুই বছরেরও বেশি সময় ধরে নিয়মিত এ কাজটি বন্ধ থাকে সিডিএ’র।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন আমাদের ম্যাজিস্ট্রেট ছিলো না। এবার আমরা ম্যাজিস্ট্রেট পেয়েছি। কিছু অভিযানও পরিচালনা করা হয়েছে। আমরা খাল, নালা ও রাস্তা দখলমুক্ত করার দিকে বেশি জোর দিচ্ছি।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরীকে সিডিএতে নিয়োগ দেওয়া হয়। নিয়োগে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে।

এফএফ

Comments