চট্টগ্রামের কর্ণফুলীতে চলবে ওয়াটার বাস

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, মার্চ ৬, ২০১৯

ইমরান হোমসাইন, চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে যাত্রীবাহী ‘ওয়াটার বাস’ চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম নগরীর ভয়াবহ যানজট থেকে মুক্তি পেতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

দ্রুত সময়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে নগরের সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট পর্যন্ত এ সার্ভিস চলবে।

এ বিষয়ে দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নৌ প্রকৌশলী মো. শাখাওয়াত হোসাইন বলেন, ‘জুনে চট্টগ্রামে প্রথমবারের মতো কর্ণফুলী নদীতে ওয়াটার বাস চালু হবে।

বর্তমানে ট্রলারে বিমানবন্দর থেকে সদরঘাট যেতে প্রায় এক ঘণ্টারও বেশী সময় লাগে। ওয়াটার বাস চালু হলেব২০ মিনিটে এ পথ পাড়ি দেওয়া যাবে। আমরা দ্রুতগতি সম্পন্ন চারটি ওয়াটার বাস নির্মাণ করছি। ৩০ জন যাত্রীর ধারণক্ষমতার চারটি বাস দিয়ে সার্ভিসটি শুরু করতে চাই।

এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, ওয়াটার বাস পরিচালনার বিষয়টি চূড়ান্ত হয়েছে। ইতিমধ্যে সদরঘাটের সি-রিসোর্সেস কোম্পানির পূর্বপাশে যাত্রীদের সুবিধার্থে টার্মিনাল নির্মাণের কাজ চলছে। ওয়াটার বাস তৈরির জন্য চট্টগ্রাম ড্রাইডককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সাধারণ জনগণ বলছে এটি চালু হলে শিগগিরই বিমানযাত্রীরা সুফল ভোগ করতে পারবেন।

/এসএস

Comments