চট্টগ্রামে মাদরাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৯ চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন অনন্যা আবাসিক এলাকার অদূরে আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া মাদরাসা থেকে হাবিবুর রহমান (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ এ ঘটনাকে ‘আত্মহত্যা’ বলছে বলে পুলিশ জানিয়েছে। ওই ছাত্র দীঘিনালার অনাথ আশ্রম এলাকার আনিসুর রহমানের ছেলে। বুধবার (১০ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় জানিয়ে বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, ওয়াজেদিয়া মাদ্রাসায় একটি মসজিদ ভবন আছে। যেখানে সবাই পড়াশোনা করে। বুধবার রাতে সেখানে জানালার গ্রিলের সাথে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলছিল হাবিবুরের মরদেহ। তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যার ঘটনা বলছে। আমাদের সামান্যতম সন্দেহ থাকলে আমরা ময়নাতদন্ত করি। হাবিবুরের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন আসার আগে কিছু বলতে পারছি না। পাঁচলাইশ ওয়ার্ড কমিশনার কফিল উদ্দিন খান বলেন, অনন্যা আবাসিকের পাশে ওয়াজেদিয়া শহীদুল্লাহ পাড়ায় বিদেশী অর্থায়নে গড়ে ওঠা ৬ তলা মাদরাসা ভবনের ৫ম তলায় এ ঘটনা ঘটেছে। রাতে মাদরাসার অধ্যক্ষ পরিচয় দানকারী এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে ঘটনা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রের মরদেহ ঝুলতে দেখে বায়েজিদ থানায় খবর দেয়া হয়। তার পায়ে ক্ষত দেখা গেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিক্ষুব্ধ এলাকাবাসী আবু বক্কর সিদ্দিক আল ইসলামিয়া নামের ওই মাদরাসায় তালা লাগিয়ে দেয়। তারা মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানান অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও তুলেন। এরই ধারাবাহিকতায় ওই মাদরাসা ছাত্রকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তারা। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: