চট্টগ্রাম পাটকল শ্রমিকদের ফের সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০১৯

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম সকাল থেকে শুরু হয়েছে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ, নগরীর বহাদ্দারহাট থেকে কাপ্তাই রাস্তার মাথা, মুরাদপুর থেকে অক্সিজেন রোড এবং
কুমিরা বারো আউলিয়ার কাছাকাছি হাফিজ জুট মিলের সামনে রাস্তা (ঢাকা – চট্টগ্রাম হাইওয়ে) বন্ধ করে অবরোধ চলছে।

সারাদেশের পাটকল শ্রমিকদের ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বলে জানান শ্রমিকরা।

কর্মসূচি থেকে শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) আওতাধীন মিলসমূহে কর্মরত প্রায় ৮৫ হাজার শ্রমিক কর্মচারী এবং পাট ও পাটশিল্প পুনরায় গভীর সংকটে নিমজ্জিত। শ্রমিক–কর্মচারীরা সময়মত তাদের ন্যায্য পাওনা মজুরি, বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। তারা অবিলম্বে ৯ দফা দাবিসমূহ মেনে নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে সড়ক অবরোধের কারণে বিপাকে পড়ছে এইচএসসি পরিক্ষার্থীরা, গতকাল শুরু হওয়ার পরিক্ষার আজ ছিলো দ্বিতীয় দিন। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হয় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এসময় পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। পায়ে হেটে যেতে হয় পরীক্ষা কেন্দ্রে।

/আরএ

Comments