চট্টগ্রামে আসামী ধরতে গিয়ে সংঘর্ষ; ৬ পুলিশ সদস্য আহত, নিহত গুলিবিদ্ধ আসামী

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৯
ইনসেটে নিহত ওয়াসিম (বামে)

চট্টগ্রাম প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর আছাদগঞ্জ শুটকী পল্লী এলাকায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আসামী ওয়াসিম গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন ৬ পুলিশ সদস্য।

সোমবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে আছাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় এই ঘটনা ঘটেছে।

এঘটনায় গুলিবিদ্ধ হওয়া ওয়াসিম (৩৫) চমেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে মারা গেছেন।

জানা যায়, আহত অবস্থায় পুলিশের হাতে গ্রেফতার হয় সন্ত্রাসী মো. ওয়াসিম (৩৫)। সে নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা কলাবাগিচা এলাকায় মিয়া সওদাগরের কলোনির আব্দুস সবুরের ছেলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৭টার দিকে ওয়াসিম মৃত্যুবরণ করেন।

ওয়াসিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

আহত ছয় পুলিশ সদস্যদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরেফিন, এসএসআই মাহবুব, এসএসআই সুকুমার, কনস্টেবল জাহাঙ্গীর। আহত ওয়াসিম ও পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

(ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ওয়াসিমকে আমরা গ্রেফতার করতে গেলে সে যে কলোনিতে থাকে, সেখানকার লোকজন জড়ো হয়ে আমাদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে তারা গুলি চালানো শুরু করে।

আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি চালাই। ওয়াসিমকে পায়ে ‍গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করা হয়েছে’অ আহত ৬ পুলিশ সদস্যের মধ্যে তিনজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল বলে জানিয়েছেন ওসি।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, ‘ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ওয়াসিমের বিরুদ্ধে ১৩টি মামলা আছে। এর মধ্যে ৮টি মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। ওই পরোয়ানামূলে এই ছিনতাইকারীকে গ্রেফতারের সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম’।

/আরএ

Comments