‘দুর্নীতি বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণ মানবে না’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুহাম্মদ রেজাউল করীম করীম বলেছেন, সরকার গ্যাসখাতের লুটপাট ও দুর্নীতি বন্ধ না করে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিলে জনগণ মানবে না। আজ এক বিবৃতিতে তিনি একথা বলেন। তিনি বলেন, সিস্টেম লস, চুরি, দুর্নীতি ও লুটপাট বন্ধ কার্যকর উদ্যোগ নিলে গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে হবে না। মুহাম্মদ রেজাউল করীম বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করা অযৌক্তিক। গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারের সিদ্ধান্ত জনগণ জনগণ প্রতিহত করবে। গ্যাসের মূল্য বৃদ্ধি হলে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কষ্ট হবে। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে প্রায় সকল রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়েছে। জনগণের মতামতের প্রতি কোন প্রকার তোয়াক্কা না করে মূল্যবৃদ্ধির চক্রান্ত দেশবাসি রুখে দাঁড়াবে। তিনি আরো বলেন, এমনিতেই সাধারণ মানুষ খুব কষ্টে দিনাতিপাত করছে। দেশের সাধারণ মানুষের প্রতি কোন প্রকার দয়া নেই বলেই গ্রামেও টিনের ঘর প্রতি ট্যাক্স ধার্য করে দিয়ে জনগণকে শোষণ করছে। গ্রামের মানুষ আগে জমির খাজনা দিত, এখন টিনের ঘরের জন্যও আলাদা ট্যাক্স চালু করে জনগণকে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে। এধরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে। এমএম/ Comments SHARES জাতীয় বিষয়: 'দুর্নীতি বন্ধ না করে গ্যাসের মূল্যবৃদ্ধি জনগণ মানবে না'