পীরগঞ্জে ক্ষুদ্র নৃতাত্বিক, আদিবাসী ও দলিতদের উন্নয়ন ঘটেনি এখনও নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০১৯ গীতি গমন চন্দ্র রায় গীতি।। স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১০ টি ইউনিয়ন রয়েছে। কমবেশি প্রতি ইউনিয়নেই নৃতত্ত্ব গোষ্ঠী,আদিবাসী ও দলিত জনগোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে সাঁওতাল জনগোষ্ঠীরা তাদের একটি আদিপ্রথা আছে যেমন মদ্যপান,বিয়ের রীতি ইত্যাদি। বর্তমান সমাজ তান্ত্রিক দেশে তাদের উন্নয়নের কথা বললে ও উন্নয়ন ঘটাতে পারেনি।দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করছেন দেশের একটি সুনামধন্য সংস্থা ইএসডিও ( ইকো)। কয়েদিনের পরিদর্শন কালে তাদের ঐতিহ্য সন্পর্কে জানা যায়, অনেক সংস্থা তাদের উন্নয়নের কথা বললে ও উন্নয়ন ঘটাতে পারেনি। তাই সে বিষয়ে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নেওয়ার দৃষ্টি আকর্ষণ করেন সূশীল সমাজ। Comments SHARES সারাদেশ বিষয়: