ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রীদের শ্লীলতা হানীর অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৯

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার,ঠাকুরগাঁও।।  ঠাকুরগাঁও পীরগঞ্জে ২৪/০৭/২০১৯ বুধবার সকালে পীরগঞ্জ উপজেলার বনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানি ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায়,৩নং খনগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য বাবু জগদীশ চন্দ্র রায় ১০০ জন ব্যাক্তির স্বাক্ষরিত গণপিটিশনে ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপস চন্দ্র রায়ের বিরুদ্ধে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহের বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে পাওয়া যায় ঐ শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ পত্রে পাওয়া যায়। ঐ শিক্ষক তার নিজস্ব এনড্রয়েড মোবাইলে অশ্লীল ছবি ছাত্রীদের কাছে ডেকে দেখিয়েছেন এবং ছাত্রীদের দিয়ে মাথার পাকা চুল উঠিয়েছেন।

এ বিষয়ে ঐ এলাকার অভিভাবকেরা সাংবাদিক কে জানান আমরা এ ধরনের নারী লোভী,চরিত্র হীন, লম্পট শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত করে দ্রুত শাস্তি চাই এবং সৎ চরিত্রবান শিক্ষক চাই।

এ বিষয়ে সহ শিক্ষা অফিসার মোঃ ফজলুল হকের নিকট জানতে চাইলে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং ঐ শিক্ষক ৫ দিন স্কুলে অনুপস্থিত থাকলেও কোন ব্যাবস্থা নেননি।

আর শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন যদি সে দোষী সাবস্ত হয় তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হব।

ঐ স্কুলের সহকারী শিক্ষক তাপস চন্দ্র রায়কে মোবাইল ফোনে যোগাযোগ ও সরাসরি যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। তাকে বেশ কয়েকবার ফোন দিলে ও ফোন রিসিভ করেনি।

এ অভিযোগ উঠার পরেই ঐ বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা অতঙ্কে স্কুল যেতে চাচ্ছেন না। তাই ঐ এলাকার অভিভাবক ও শুসিল সমাজের ব্যাক্তি বর্গ জরুরী পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Comments