চুয়াডাঙ্গায় তীব্র শীতে বাড়ছে পুরাতন কাপড়ের মূল্য

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

ঐশ্বর্য সাহা, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে শীতের তীব্রতার সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। নিকছন পট্টি ও ডাকবাংলার পুরাতন কাপড়ের দোকানে বাড়ছে নিম্নবিত্ত ক্রেতাদের ভীর। যার ফলে বৃদ্ধি পাচ্ছে শীত বস্ত্রের মূল্য। তবে অন্যান্য বছরের তুলনায় এবার দাম একটু বেশি। দুই থেকে তিনশ টাকায় বিক্রি হচ্ছে এইসব শীত বস্ত্র।

পুরাতন কাপড় ব্যবসায়ীরা জানান,প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত তারা এই কাপড় বিক্রি করেন। ব্যবসায়ীরা বলেন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে শীতবস্ত্রের মূল্য বৃদ্ধি পেতে পারে।

সাধারনত নিন্ম আয়ের ব্যক্তিরাই এখানে ভীড় জমায় এই দোকানগুলোতে।শীত বাড়লে শীতবস্ত্রের চাহিদা বৃদ্ধি পায়ওয়ার কারণে ক্রেতা একটু বেশি হয়।

তবে গতবছর চট্টগ্রাম থেকে পুরাতন কাপড়ের বেল যে দামে কেনা হয়েছে তার থেকে এই বছর অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তাছাড়া বেলের মধ্যে অনেক কাপড় নষ্ট থাকে তাই বছর শীতবস্ত্রের মূল্য একটু বেশি।

/আইকে

Comments