জীবননগরে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন প্রতিযোগিতা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

ঐশ্বর্য সাহা, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের জীবননগরে উপজেলা পর্যারের প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে শুদ্ধ সুরে জাতীয় সঙ্গীত পরিবেশন  অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা রিসোর্স সেন্টারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন উপজেলার সকল স্কুল,কলেজ ও দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।

প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রাথমিক পর্যায়ে আন্দোলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে উথলি ইউনিয়নের সেনেরহুদা জান্নাতুল খাদরা মাদ্রাসা ও কলেজ পর্যায়ে জীবননগর সরকারী মহিলা ডিগ্রী কলেজ।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশচন্দ্র পাল, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুল রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাজিব হোসেন রাজু, ইউডিএফ আহসান হাবীব,মেহেরপুর পল্লী বিদ্যুৎ জীবননগর জোনাল অফিসের এ জি এম মনিরুল, সাংবাদিক মিথুন, রবিনসহ অত্র স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকমন্ডলী।

/সিএইচ

Comments