নড়াইলে বেলুন উড়িয়ে সঞ্চয় সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:“ সঞ্চয় সমৃদ্ধির সোপান ” এ শ্লোগানকে সামনে নিয়ে
নড়াইলে সঞ্চয় সপ্তাহ-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিসের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালী শুরু হয়ে শহরের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা।

জেলা সঞ্চয় কর্মকর্তা মিঠুন হালদারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ ইয়ারুল ইসলাম,নেজারত ডেপুটি কালেক্টর আবু রিয়াদ, নারীনেত্রী রাবেয়া
ইউসুফ, আঞ্জুমান আরা,জেলা পরিষদের মহিলা সদস্য রওশান আরা কবির লিলি, নাজনীন সুলতানা রোজী, নড়াইল জেলা অনলাইন মিডিয়া
ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, মৌসূমী নিলুসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট
ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সরকারি কর্মকর্তা, সঞ্চয়দাতা গণ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ
সময় উপস্থিত ছিলেন।

Comments