চিনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে কামরাঙ্গীর চরে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

একুশ ডেস্ক: চিনে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে কামরাঙ্গীরচর আলেম-ওলামা ও তৌহিদী জনতা পরিষদ।

শুক্রবার বিকেলে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিলটি কামরাঙ্গীরচরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়গ্রাম চৌরাস্তা মোড়ে এসে দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা সভাপতি হারুন বাদশাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী। প্রধান বক্তা ছিলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি এইচএম কাওছার বাঙালী।

এসময় বক্তারা বলেন, গোটা বিশ্বব্যাপী মুসলমানদের দুর্দিন চলছে। উইঘুর মুসলমানদের ওপর নির্মম নির্যাতন করে চিনের বৌদ্ধ সন্ত্রাসীরা মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীদেরকেও হার মানিয়েছে।

এসময় তারা উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং বিশ্বব্যাপী এই নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

/এসএস

Comments