ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা ৮ম শ্রেণীর ছাত্রীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ইউএনও’র হস্তক্ষেপে মোবাইল কোর্টের মধ্যমে বন্ধ করা হলো আরও একটি বাল্য বিয়ে। বুধবার দুপুর ৩টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর ইউনিয়নের কাগমারী গ্রামে কুমিল্লা পাড়ার বিল্লাল হোসেনের অষ্টম শ্রেণীতে পড়ুয়া ১৪ বছরের এক মেয়ের বাল্য বিয়ের আয়েজন করা হয়েছিলো। বাল্যবিয়ে দেয়ার হচ্ছে গোপন সংবাদের মাধ্যমে এমন অভিযোগ শুনে কোটচাঁদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা করলেন অষ্টম শ্রেণীতে ১৪ বছরের এক মেয়ের। ভ্রাম্যমান আদালত পরিচালনার কথা জানতে পেরে বর পক্ষ আগে থেকে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে কনে পক্ষ থেকে ১০ হাজার টাকা মুচলেকা গ্রহন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, ৪নং বলুহর ইউপির চেয়ারম্যান আব্দুল মতিন ও পুলিশ প্রশাসন। /আরএ Comments SHARES সারাদেশ বিষয়: