আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯

একুশ ডেস্ক: চকবাজারের চুড়িহাট্টায় আগুনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে সরকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, ঘটনা খতিয়ে দেখা হবে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

গতকাল রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ জন। এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। সেখানে তাদের ৩৮টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে তারপর সেই আগুন আশপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটর্ফোড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি অর্ধশতাধিক ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।

বিআইজে/

Comments