সব দলের অংশগ্রহন হলে নির্বাচনটা আরো উৎসব মুখর হতো: সিইসি

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯

ডেস্ক: ভোটার উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের (ইসি) নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বৃহস্পতিবার এ দাবি করেন তিনি।

সিইসি বলেন, কমিশন কেবল নির্বাচনের আয়োজক। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করা কমিশনের দায়িত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আনার দায়িত্ব কমিশনের না। প্রার্থীরা নিশ্চিত করবে তাদের ভোটার সমর্থকরা বা তাদেরকে ভোট কেন্দ্রে আনা।

নূরল হুদা আরো বলেন, সব দলের অংশগ্রহণ হলে হয়তো ভোটার উপস্থিতি বেশি হতো। উৎসবমুখর পরিবেশটা তখন আরো উঃসবমুখোর হতো।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদের উপনির্বাচন এবং উত্তর-দক্ষিণের নতুন ৩৬ ওয়ার্ডের সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার সকাল ৮টা শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

/আরএ

Comments