বুড়িগঙ্গায় নৌকাডুবি, আরো এক শিশুর লাশ উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০১৯ একুশে ডেস্ক: সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের ছয়জনের মধ্যে আরও একজনে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে নিখোঁজ ছয়জনের মধ্যে দুজনের মরদেহ মিলল। বাকি চারজনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ শাহজালালের মেয়ে মাহির (৬) মরদেহ ভাসমান অবস্থায় সদরঘাটের বাদালতলী এলাকা থেকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে শাহিদা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নৌ পুলিশের সদরঘাট থানার ওসি আবদুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, শনিরার সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল জাদুঘর বরাবর নদী থেকে মাহির (৮) নামে শিশুটির লাশ পাওয়া যায়। চাচাত বোনের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে নিজের ও বোনের পরিবারকে নিয়ে শরীয়তপুর যেতে বৃহস্পতিবার কামরাঙ্গীরচর থেকে নৌকায় করে সদরঘাট এসেছিলেন শাহজালাল। পেছন থেকে লঞ্চে ওঠার সময় ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে গেলে ডুবে যান ছয়জন। বিআইডব্লিউটিএর ঢাকা নৌবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, ওই নৌকার যাত্রীরা ঝুঁকি নিয়ে চলন্ত লঞ্চের পেছন দিক দিয়ে ওঠার চেষ্টা করেছিলেন। কিন্তু লঞ্চ তখন পেছন দিকে যাওয়ায় প্রপেলারের ঢেউয়ের ধাক্কায় ছোট নৌকাটি ডুবে যায়। নৌকার মাঝি ছাড়া বাকি সবাই ডুবে গেলে সঙ্গে সঙ্গে আহত অবস্থায় উদ্ধার করা হয় শাহজালালকে। নৌপুলিশ কর্মকর্তা রাজ্জাক জানান, লঞ্চের প্রপেলারের আঘাতে শাহজালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নৌ পুলিশের টহলদল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর শুক্রবার দুপুরের দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় নদী থেকে শাহজালালের বোন জামশেদার (২১) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (৩২), তার মেয়ে মিম (৬), জামশেদার স্বামী দেলোয়ার হোসেন (৩০) এবং তাদের তিন মাসের মেয়ে স্নেহা। উল্লেখ্য, নৌদুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ। /এফএফ Comments SHARES সারাদেশ বিষয়: