বিএসএফ এর গুলিতে বাংলাদেশি ব্যাবসায়ী নিহত

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০১৯

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিজানুর রহমান (৩৫) নামের এক বাংলাদেশি গরু ব্যাবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহতের এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান হরিপুর উপজেলার মেদেনি সাগর গ্রামের আব্দুর রশিদের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

বিজিবি ও এলাকাবাসী জানায়, মিজানুর রহমান পেশায় একজন গরু ব্যাবসায়ী ছিলেন। সে বিভিন্ন সময় ভারতীয় গরু বাংলাদেশে আনা নেওয়ার জন্যে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করতো।

এবারো সে গরু আনার জন্যে ভারতে যায় এবং গরু নিয়ে ফিরে আসার সময় হরিপুরের ডাবরী সীমান্তের কাঁটাতারের বেড়া পার করে ৩৬৭ নং মেইন পিলারের কাছে পৌছালে ভারতের ফুলবাড়ি ক্যাম্পের বিএসএফ জোয়ানরা মিজানুরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঠাকুরগাঁও হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান বিএসএফ এর গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির পরিচালক ( সিও) লে. ক. তুহিন মোহাম্মদ মাসুদ জানান, বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী নিহতের খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করে বিএসএফকে প্রতিবাদ জানিয়ে বার্তা প্রেরণ করবো এবং পতাকা বৈঠকের ব্যাবস্থা করবো।

/সিএইচ

Comments