কমলনগরে সরকারিভাবে কৃষকের কাছ থেকে বোরো ধান কেনা শুরু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, মে ২৭, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান কেনা শুরু করা হয়েছে। সোমবার (২৭মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) মোহাম্মদ রফিকুল হক চরকাদিরা ইউনিয়নের উপজেলা আ’লীগের সহসভাপতি সফি উল্লাহ বাংলা নেতার বাড়িতে এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজিব চন্দ্র রায়’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রকিবুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম পাঠান, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদ আলম ভূঁইয়া, খাদ্য পরিদর্শক মো. সালা উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. রফিক উল্লাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি ড. হারুনুর রশিদ, কৃষক আনোয়ার হোসেন হিরণ হাওলাদার ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল বাঙ্গালী প্রমূখ। উপজেলা খাদ্য গুদামের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতি কেজি ধান ২৬ টাকা দরে এ উপজেলায় পর্যায়ক্রমে ৩১জন কৃষক থেকে ৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে । চরকাদিরা ইউনিয়নের ১০জন কৃষক থেকে ৩ মেট্টিক টন ধান সংগ্রহ করা হয়েছে। এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: কমলনগরে কৃষক