বালিয়াকান্দিতে বাজার বনিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি:  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজার বনিক
সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকেবালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক ও কমিউনিস্ট পার্টির , সভাপতি এসএম দাউদ খান, নবনির্বাচিত সভাপতি মোঃ আতাউর রহমান, সহ-সভাপতি শুধাংশু কুন্ডু, সাধারন সম্পাদক মোঃ বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী প্রমূখ।

আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড সদস্য মোঃ আকরাম খান। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Comments