উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়ে এলাকাবাসীর সেবা করতে চান বিথীকা বিশ্বাস

প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

শান্ত দেবনাথ: আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা নারী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক বিথীকা রাণী বিশ্বাস।

তিনি গত সোমবার উপজেলা রিটানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন এবং বুধবার জেলা রিটানিং অফিসার কর্তৃক প্রার্থীতা বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন।

বিথীকা বিশ্বাস বাঘারপাড়াবাসীর জন্য কাজ করে চলছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে ছুটে গিয়ে নারী মুক্তি সংসদকে সুসংগঠিত করে তুলেছেন।

খেয়ে না খেয়ে দলের ডাকে ছুটে চলা এ নেত্রী মানুষের জন্য কাজ করে যাওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নারী মুক্তি সংসদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার জন্য প্রচারনা চালাচ্ছেন।

ইতোমধ্যে প্রার্থী হওয়ার ঘোষনা দিয়ে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছুটে চলছেন। প্রতিটি এলাকায় জানিয়ে দিচ্ছেন নিজের প্রার্থীতার কথা। বিশেষ করে  মুখ বিথীকা বিশ্বাস নারীর জন্য সরকার প্রদেয় প্রতিটি সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার সংগ্রামে করে যাচ্ছেন।

বিথীকা বলেন, আমি বিজয়ী হয়ে উপজেলার মানুষের সেবা করতে চাই। নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুসহ সবার পাশে থাকতে চাই। অতীতে যেমন সবার পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত এবং সন্ত্রাসমুক্ত উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবো বলে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি।

আমি গত দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। বিগত ২০১৪ সালে উপজেলা নির্বাচনে আমার প্রতিপক্ষ মিসেস দিলারা জামানের নিকট সামান্য কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি।

সাধারণ মানুষের সেবা করার উদ্দেশ্যে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছি। আমি শান্তিপ্রিয় বাঘারপাড়া উপজেলার মানুষের দোয়া, ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন এবং সহযোগিতা প্রত্যাশা করছি।

/এফএফ

Comments