বিমান ছিনতাই চেষ্টা

ঘটনার একদিন পরে কেন ব্রিফিং জানতে চাইলে সিভিল এভিয়েশন চেয়ারম্যান বললেন আগের দিনও করেছেন!

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

ডেস্ক: ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে এক অস্ত্রধারী। পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন। ইতোমধ্যে তার পরিচয়ও মিলেছে।

দেশের মধ্যে এতো বড় একটি ঘটনার একদিন পর সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান পরিবহন সচিব, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান ও পর্যটন প্রতিমন্ত্রী।

এসময় সাংবাদিকদের প্রশ্ন ছিলো, এত বড় একটা ঘটনার একদিন পর কেন আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করছেন? এ প্রশ্নের উত্তরে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসান বলেন, ‘না না, কেন? গতকাল করেছি, এর আগের দিনও করেছি’।

এছাড়াও চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানের প্লেন ‘ছিনতাই চেষ্টার’ ঘটনার ‘পিস্তল রহস্য’ জানে না খোদ পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর দাবি, চার স্তরের নিরাপত্তা বেষ্টনী পাশ কাটিয়ে কারো পক্ষেই সম্ভব নয় বিমানে ওঠা।

এদিকে, কথিত ছিনতাই চেষ্টাকারীর পরিচয় শনাক্ত করেছে র‌্যাব। পলাশ আহমেদ নামে ওই যুবকের বাড়ি নারাণগঞ্জের সোনারগাঁওয়ে। র‌্যাব জানিয়েছে, সে তালিকাভুক্ত সন্ত্রাসী।

/আরএ

Comments