শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৯ ডেস্ক:ধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁওয়ে কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় বৈঠকটি শুরু হয়। বার্তা সংস্থা বাসস জানায়, দুুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা পর্ব শেষে উভয়ের উপস্থিতিতে দুই দেশের মধ্যে পারষ্পরিক স্বার্থসংশ্লিষ্ট পাঁচটি দলিল স্বাক্ষরের কথা রয়েছে। স্বাস্থ্য, কৃষি, জাহাজ চলাচল, পর্যটন এবং জনপ্রশাসন প্রশিক্ষণ বিষয়ে উভয় দেশের মধ্যে সহযোগিতা জোরদারের জন্য পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় নেতা একান্ত বৈঠকে মিলিত হন। সকাল ১০টা বাজার কয়েক মিনিট আগে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে টাইগার গেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারী সফরে শুক্রবার সকালে বাংলাদেশে এসে পৌঁছেন ডা. লোটে শেরিং গতকাল। আগামীকাল তিনি বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিবেন। /আরএ Comments SHARES জাতীয় বিষয়: