ভৈরবে অটোরিক্সার চাপায় শিশু নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯ ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অটোরিক্সার চাপায় শুভরাজ (৫ ) নামে এক শিশু নিহত হয়েছে । সে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরান গাওঁঁ এলাকার আরশ মিয়ার পুত্র । পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে । নিহতের ঘটনায় স্বজনরা চালকের চাচা গ্রাম পুলিশ সদস্যর ( দফাদার ) বাড়ীতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও দফাদার কাজে ব্যবহৃত সাইকেল ,টিভি লোট করার অভিযোগ উঠেছে । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে চালক ফয়সাল কে আসামি করে মামলা দায়ের প্রস্তুতি চলছে । এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরান গাও এলাকার আরশ মিয়ার শিশু পুত্র বাড়ির সামনে খেলা করছিল । এ সময় একই এলাকার মুর্শিদ মিয়ার পুত্র অটোরিক্সা চালক ফয়সাল অন্য একটি রিক্সাকে ওভার টেকিং করে যাওয়ার পথে শুভ রাজকে চাপা দিলে সে গুরুতর আহত হয় । পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে । পরে তাকে বাজিতপুর ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় ।এ ঘটায় নিহত শিশুর বাবা আসাদ মিয়া গ্রাম পুলিশ সদস্য মারফত আলীর বাড়িতে হামলা ও লোট-পাটের অভিযোগ অস্বীকার করেছেন । এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক জালাল বিন আমির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে । এছাড়া গ্রাম পুলিশ সদস্য মারফত আলীর (দফাদারের ) বাড়িতে হামলার ঘটনা তিনি শুনেছেন বলেও জানান । এমএম/ Comments SHARES সারাদেশ বিষয়: