ভৈরবে মাদক সেবনের দায়ে কারাদন্ড ও অর্থদণ্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯ আফসার হোসেন তূর্য, ভৈরব: ভৈরবে মাদক সেবনের অভিযোগে শংকর চন্দ্র বর্মন (৩০) নামে দুই মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে শহরের আমলা পাড়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। অভিযানে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান, এস.আই সেন্টুর রঞ্জন নাথসহ ভৈরব থানা পুলিশ সহায়তা করেন। সাজা প্রাপ্ত শংকর চন্দ্র বর্মন আমলাপাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে আমলা পাড়া এলাকার গৃরেন্দ্র চন্দ্র বর্মনের পুত্র শংকর চন্দ্র বর্মনের ঘরে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় শংকরকে আটক করে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের সদস্যরা। পরে তার ঘর তল্লাশি করে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে আভিযানিক দল। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। /সিএইচ Comments SHARES সারাদেশ বিষয়: