ভৈরবে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, জুন ২৩, ২০১৯ ভৈরব প্রতিনিধি: গৌরবের অগ্রযাত্রায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছর পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৩ জুন রোববার ভৈরব শহরস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বিকেল ৫টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় গত শনিবার অনুষ্ঠিত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আওয়ামী লীগ মনোনীত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ৮ জন পরিচালক নির্বাচিত হওয়ায় তাদের সকলকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলির সদস্য ও নব-নির্বাচিত ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি রোটারিয়ান আলহাজ্ব হুমায়ুন কবির, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলায়মান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শেফাত উল্লাহ, আবু বক্কর, দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নব-নির্বাচিত ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল হেকিম রায়হান প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোটারিয়ান আতিক আহমেদ সৌরভ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে বলে পরপর দুইবার ক্ষমতায় গিয়ে দেশের ব্যাপক উন্নয়ন করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ গড়ে ওঠার পর জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ সাংগঠনিকভাবে যেমন স্বয়ংসম্পন্ন, দেশ উন্নয়নেও স্বয়ংসম্পন্ন। ভৈরব উপজেলা আওয়ামী লীগ আজ সেই রূপ রেখায় অতিবাহিত করছে। ভৈরবে আওয়ামী লীগ গত ৩ বছরে তিনটি বিজয় ছিনিয়ে এনেছে শুধু ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ে ওঠার কারণে। জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে ভৈরব আওয়ামী লীগ সুসংগঠিত প্রমান করেছে। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন মরহুম আওয়ামী লীগের নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন বক্তারা। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়ার নেতৃত্বে পৌর আওয়ামী লীগসহ সকল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কেক কেটে মিষ্টি খাওয়ার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। Comments SHARES সারাদেশ বিষয়: ভৈরবে আওয়ামী লীগ