ভৈরবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৯

ভৈরব প্রতিনিধি: ভৈরবে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ই মার্চ শনিবার সকাল ১০ টায় কলেজ মাঠ প্রাঙ্গনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ইফতেখার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুজ্জামান,বিশিষ্ট নাট্যকার ও সাবেক অধ্যক্ষ সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা অধ্যাপক মোঃ হাবিবুর রহমান, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিকী প্রমূখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্যবৃন্ধ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক আহমেদ আলী।

এসময় আমন্ত্রিত অতিথিরা বলেন,শিক্ষায় নারী-পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটে গেছে। তেমনি ক্রীড়াঙ্গনেও ঠিক একই বিপ্লব ঘটে গেছে। ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

অনুষ্ঠানে অতিথিরা আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়। সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ে ভর্তির হার শতভাগ, ছাত্র-ছাত্রীর সমতা, নারীশিক্ষায় অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ। পরে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

পুরো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা ও সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের ত্রুীড়া শিক্ষক ও বিশিষ্ট নাট্যকার সাইদুর রহমান বাবলু।

/আরএ

Comments